নাগপুর কমলা চাষ করার পদ্ধতি

বৈশিষ্ট্য

নাগপুর কমলা , নাম শুনেই বোঝা যায় নাগপুর এর মিষ্টি কমলা লেবু। বর্তমানে এই গাছ টি ইন্ডিয়ার সব জায়গায় হচ্ছে. এবং ফলন ও খুব ভালো। গরম প্রধান জায়গায়ও এই গাছ টি ভালো ফলন দিচ্ছে কোনো অসুবিধার সম্মুখীন ছাড়াই। একটি প্রাপ্ত বয়স্ক গাছ থেকে ৩০০ ফল পাওয়া সম্ভবএকটি ফল এর ওজন ১৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। উচ্চ ফলনশীল গাছ, গাছটি ঝোপালো , খাটো আকৃতির হয়ে থাকে। অরিজিনাল মাদার গাছ থেকে গ্রাফটিং করা গাছ নিয়ে বসাবেন। ছোট গাছ বসাবেন। বারির টবেও বসাতে পারেন, তবে একটু বড়ো ড্রাম হলে ভালো হয়।

ফুল ফল আসার সময়

ফেব্রুয়ারী থেকে এপ্রিল এ ফুল আসে। অক্টোবর – নভেম্বর এ ফল পাওয়া যায়। মালটা ওঠার এক মাস পর।

নাগপুর-কমলা-soil-g

মাটি তৈরি করার পধতি

গর্ত টি তৈরি করার সময় গর্তে অল্প চুন দিয়ে দিন। গোবর সার ও মাটি ভালো ভাবে মিশিয়ে নিতে হবে , তারপর গর্তে মাটি দিয়ে সেখানে গাছ টি বসিয়ে দিন। জল পরিমান মত দিয়ে দিন। হাড়ের গুড়ো মাটিতে দিন, গাছের জন্য খুব ভাল।

আলো

সূর্যের আলো যাতে পায় ঠিকমতো সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সংরক্ষন

১) গাছের গোরায় জল যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

২) ফল ধরার আগে গাছটির কিছু ডালপালা ছেঁটে নির্দিষ্ট আকার দিন যাতে গাছ বেশি উছু না    হয়ে যায়। ছাঁটা অংশে বোর্দো পেস্টের প্রলেপ দিন পারলে। শুকনো, মরা, রোগাক্রান্ত ডালপালা কেটে দিন।

৩) গাছের ঠিকমতো বৃদ্ধির জন্যে প্রথম ২ বছর ফল না নেওয়াই ভালো।

৪) গাছের পাতার রঙ হলুন বা ফিকে হয়ে গেলে পটাশ ব্যাবহার করতে পারেন।

৫) আসেপাসের আগাছা দমন করবেন।

৬) ফল আসার সময় গাছে গোরায় জল দিন। কমলা তে জল বেশি টানে।

Share Post

Leave a Comment

Shipping Details

We generally take 3-4 days to pack and ship. Most of the time people get the package within 7 Days.