বৈশিষ্ট্য –
থাই সবেদা, বর্তমানে এই থাই সবেদা খুবই জনপ্রিয় একটি ফল গাছ। এই ফল টি দেখতে অনেকটা লাংচা এর মতো ।এই ফলটি খেতে খুব মিষ্টি ও সুস্বাদু । গোল সবেদা বা বল সবেদা গাছটি তে ফল আস্তে সময় লাগে এবং ফলন ও কম। কিন্তু এই থাই যাবে সবেদা টি সারা বছর ফল দিয়ে থাকে. দ্রুত ফল আসে, গাছ খুব বোরো হয় না কিন্তু ফলন খুব বেশি হয়। বর্তমানে এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে। অর্থউপার্জন কারী ফসল ও বলা চলে। ফলটির ওজন ১০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হতে পারে। উষ্ণপ্রধান দেশে এটি চাষ করতে কোনো সমস্যা নেই। অরিজিনাল মাদার গাছ থেকে গ্রাফটিং করা গাছ নিয়ে বসাবেন। ছোট গাছ বসাবেন। বারির টবেও বসাতে পারেন, তবে একটু বড়ো ড্রাম হলে ভালো হয়।
ফুল ও ফল আসার সময় –
সারাবছর ফুল ও ফল হয়ে থাকে।
মাটি তৈরি করার পধতি–
গর্ত টি তৈরি করার সময় গর্তে অল্প চুন দিয়ে দিন। গোবর সার ও মাটি ভালো ভাবে মিশিয়ে নিতে হবে । তারপর গর্তে মাটি দিয়ে সেখানে গাছ টি বসিয়ে দিন। জল পরিমান মত দিয়ে দিন। হাড়ের গুড়ো মাটিতে দিন, গাছের জন্য খুব ভাল।
আলো –
সূর্যের আলো যাতে পায় ঠিকমতো সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সংরক্ষন –
১) গাছের গোরায় জল যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
২) ফল ধরার আগে গাছটির কিছু ডালপালা ছেঁটে নির্দিষ্ট আকার দিন যাতে গাছ বেশি উছু না হয়ে যায়। ছাঁটা অংশে বোর্দো পেস্টের প্রলেপ দিন পারলে। শুকনো, মরা, রোগাক্রান্ত ডালপালা কেটে দিন।
৩) আসেপাসের আগাছা দমন করবেন।
৪) গাছের পাতার রঙ হলুন বা ফিকে হয়ে গেলে পটাশ ব্যাবহার করতে পারেন।