Notice: Undefined index: options in /home/u445519033/domains/aliveplant.com/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 123
বারী মাল্টা- ১ চাষ করার পদ্ধতি - Aliveplant - Nursery For All Tree Lovers

বারী মাল্টা- ১ চাষ করার পদ্ধতি

বৈশিষ্ট্য

Bangladesh Agriculture Research Institute (BARI) “বারী মাল্টা- ১” নামে ২০০৩ সালে এই এই জাতটি তৈরি করেছেন। এই অর্থকারী ফসলটির বর্তমানে চাহিদা বেড়ে চলেছে। এর অভিযোজন খমতা বেশি হয়ায় পাহারি এলাকা ছারাও চাষ করা যায়। মুসম্বি টক হয় কিন্তু বারি মালটা ১০০% মিষ্টি হয়। এই ফলটি চিনবার উপায় হল ফলটির নিচে কয়েন আকার এর চিহ্ন, সেই জন্য এটি কয়েন মালটা নামেও পরিচিত। বাতাসে আদ্রতা ও বৃষ্টি প্রবন

বারী মাল্টা- ১

এলাকায় এই ফলের খোসা পাতলা হয় ও রসালো হয়। একটি গাছ থেকে ৩০০-৪০০ ফল পাওয়া যায়। একটি ফল এর ওজন ১৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। উচ্চ ফলনশীল গাছ, গাছটি ঝোপালো , খাটো আকৃতির হয়ে থাকে। অরিজিনাল মাদার গাছ থেকে গ্রাফটিং করা গাছ নিয়ে বসাবেন। ছোট গাছ বসাবেন। বারির টবেও বসাতে পারেন, তবে একটু বড়ো  ড্রাম হলে ভালো হয়।

 

 

ফল আসার সময় –

বারী মাল্টা- ১ গাছে ফেব্রুয়ারী থেকে এপ্রিল এ ফুল আসে। অক্টোবর – নভেম্বর এ ফল পাওয়া যায়।

soil-g

মাটি তৈরি করার পধতি-

গর্ত টি তৈরি করার সময় গর্তে অল্প চুন দিয়ে দিন। গোবর সার ও মাটি ভালো ভাবে মিশিয়ে নিতে হবে , তারপর গর্তে মাটি দিয়ে সেখানে গাছ টি বসিয়ে দিন। জল পরিমান মত দিয়ে দিন।হাড়ের গুড়ো মাটিতে দিন, গাছের জন্য খুব ভাল।

 

আলো –

সূর্যের আলো যাতে পায় ঠিকমতো সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সংরক্ষন –

১) গাছের গোরায় জল যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

২) ফল ধরার আগে গাছটির কিছু ডালপালা ছেঁটে নির্দিষ্ট আকার দিন যাতে গাছ বেশি উছু না    হয়ে যায়। ছাঁটা অংশে বোর্দো পেস্টের প্রলেপ দিন পারলে। শুকনো, মরা, রোগাক্রান্ত ডালপালা কেটে দিন।

৩) গাছের ঠিকমতো বৃদ্ধির জন্যে প্রথম ২ বছর ফল না নেওয়াই ভালো।

৪) গাছের পাতার রঙ হলুন বা ফিকে হয়ে গেলে পটাশ ব্যাবহার করতে পারেন।

৫) আসেপাসের আগাছা দমন করবেন।

Share Post

1 thought on “বারী মাল্টা- ১ চাষ করার পদ্ধতি”

  1. Avatar

    Sir thanks all my plants are healthy and packing was very good. Can I know the age of my plants can I take fruits from this plant or not. If no then after how many months I can take fruits. Sir please help me
    Sir what kind of soil mix I can use.so that I can plant in big pot. And witch fertilizer can use and how

Leave a Comment

Shipping Details

We generally take 3-4 days to pack and ship. Most of the time people get the package within 7 Days.